আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। খুলে ফেলে ঐ বন্ধ দরজা,
আলো ফেলো সভ্যতার ঐ পুরনো অংশে
যেখান থেকে জন্মেছে সত্য,কোরআন,বাইবেল,গীতা
সবখানে সত্যের জয়গান,পরাজিত সেখানে মিথ্যা।
ইতিহাসের ঘোড়ায় চড়ে,
আবার ফিরে আসে বখতিয়ার।
ইতিহাসের অংশ সেই সতেরো অশ্বারোহী,
বল্লাল সেনেরা পরাজিত হয় বারবার।
সক্রেটিস থেকে যীশু,
অনেকটা সময় কেটে গিয়েছিল।
কিন্তু তখন বদলায়নি তো কিছু।
সত্যের জন্য উৎসর্গিত হয় জীবন বারবার।
সক্রেটিস,যীশুরাই থাকে,সত্য কখনো মানেনা হার।
ইতিহাসের পুনরাবৃত্তিতে ফিরে আসে-
মার্ক্স,চে,লেনিন।
মানবতার জয়গানে মুখরিত করে জীবন,
নয় ভেদাভেদ,সাম্যই মহান বলে,
শোধ করেছে মানব জন্মের ঋণ।
ক্লিওপেট্রাদের চোখ ঘোলা হয়েছে এখন,
কিংবা হেলেন,যার জন্য ধ্বংস হয়েছিল ট্রয়।
রূপ-পন্য টেকে না বেশি সময়।
ইতিহাসের আরেকটি অধ্যায়,
যেখানে মানবতা ভূলুণ্ঠিত,মানব শিশু কাঁদে ক্ষুধায়।
বোমার শব্দে যেখানে তলিয়ে যায় শিশুর কান্না।
সেটাও ইতিহাস,সেখানে শুধু জন্মেছে ঘৃণা।
আবার প্রয়োজন সেই নূহের প্লাবন
সভ্যতার পাপকে মুছে দেওয়ার জন্য।
পাপের মৃত্যু হবে,বেচে থাকবে শুধুই পুন্য।
ভালবাসা প্রয়োজন,অনেক ভালবাসা।
জ্যোৎস্না শোভিত রাতে কান্না নয়,
শুনতে চাই প্রাণোচ্ছল শিশুটির খল-খল হাসি।
আমরা মানুষ,তাই এসো আর ধংস নয়,
নয় মিথ্যা,শুধু সত্যকে ভালবাসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।