আমাদের কথা খুঁজে নিন

   

ভুটান এর পর্যবেক্ষক পাঠানোর কি কোন দরকার ছিলো?

সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী

আমাদের ইলেকশনে ভুটানের মতন দেশের পর্যবেক্ষক দেখে হাসবো নাকি কাদবো বুঝতে পারতাছিনা।

ভুটানে কি গনতন্ত্র আছে নাকি সেখানে ভটাভুটি হইছে কোনদিন?
তারা ইলেকশনের কি বুঝে?

তাও আবার চোখ কপালে উঠলো যখন নাকি দেখলাম মোট চারজন বিদেশী পর্যবেক্ষক এর জন্য আমাদের নিজের গাট থেকেই বাজেট দিতে হবে টাও আবার এক কোটি টাকা।

এরপর থেকে দেশে গেলে কেউ যদি আমার সামনে আওয়ামী লীগ বা বি, এন, পির অন্ধ সাপোর্ট দেখায় , তাহলে সে আমার বড় হোক বা ছোট হোক কপালে কইষ্যা একটা থাপর দিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।