আমাদের কথা খুঁজে নিন

   

আবারো হারলো ইন্টার

এদিন ঘরের মাঠে লাৎসিওর একমাত্র গোলদাতা জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। ৮১ মিনিটে দারুণ এক ভলি থেকে মুল্যবান গোলটি করেন তিনি।

টানা তিনটি ড্র এবং একটি হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ১-০ গোলে হারানোর সুখকর অনুভূতি নিয়েই বড়দিনের ছুটিতে গিয়েছিল ইন্টার। কিন্তু আবারো তারা ব্যর্থতার গণ্ডিতে বন্দি হয়ে পড়লো।

এই হারের ফলে ১৮ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইন্টার।

দশম স্থানে লাৎসিওর পয়েন্ট ২৩। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দুই ও তিন নম্বরে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৪১ ও ৩৯।

একাদশ স্থানে থাকা মিলানের পয়েন্ট ২২।

সেরি আয় দিনের প্রথম ম্যাচে নাপোলি ২-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে।

আর ব্রাজিলের মিডফিল্ডার কাকার জোড়া গোলের সুবাদে মিলান ৩-০ গোলে হারায় আতালান্তাকে।

এছাড়া অন্যান্য ম্যাচে কাতানিয়া ২-০ গোলে বোলোনিয়াকে, জেনোয়া ২-০ গোলে সাসসুয়োলোকে, পার্মা ৩-১ গোলে তুরিনোকে এবং হেলাস ভেরোনা একই ব্যবধানে উদিনেসেকে হারিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।