আমি নিজের জন্য
কাউন্সিলের চার দিনের মাথায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতিমণ্ডলীতে যোগ হয়েছেন আগের কমিটির সদস্য মোহাম্মদ নাসিম এবং প্রচার সম্পাদক নূহ উল আলম লেনিন। সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন ও রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে।
সভাপতিমণ্ডলীতে দুটি পদ খালি রাখা হয়েছে। আগের কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন কমিটিতে স্থান পাননি। ওই পদে এসেছেন শিরিন শারমিন চৌধুরী। কমিটিতে অন্য পদগুলোর বিন্যাসে খুব একটা পরিবর্তন আসেনি। কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করা হয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে।
দলের পার্লামেন্টারি বোর্ডে শেখ হাসিনার সঙ্গে থাকছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। সেদিন কাউন্সিলে শুধু সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম সর্বস্মতভাবে নির্বাচিত হন। কাউন্সিলরা নতুন পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেন শেখ হাসিনা ও আশরাফকে। তারা দুজন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর তা প্রকাশ করলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।