২২ শে নভেম্বর, ২০১২ থেকে ৯ জানুয়ারী ২০১৪! পুরো ৪১৩ দিন হয়ে গেল ব্লগে শেষ কোন ব্লগ হিসেবে আখ্যা পাওয়ার মত পোষ্ট করেছিলাম। মাঝে ২-৩টা সাময়িক পোষ্ট, আর দুটো অ-ব্লগীয় পোষ্ট, সাথে নতুন পোষ্ট করব করব করে আর না করা, অন্যের পোষ্টে কিছু মন্তব্য করা - এই করে করেই কাটিয়ে দিলাম ৪১৩টি দিন।
এর ভিতরে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে আমাদের প্রিয় বাংলাদেশেও। আফসোস্, আমরা ভালোর দিকে আগানোর পরিবর্তে পিছিয়ে পরার আয়োজনে ব্যস্ত।
এই ব্যাপারে কিছু লিখতে চাচ্ছিনা। এগুলো নিয়ে লেখার জন্য অনেক দেশপ্রেমিক, ক্ষমতাপ্রেমিক আছেন। আমারমত সাধারনের মুখে (কিংবা লেখনীতে) এগুলো মানায় না।
আমার জীবনও থেমে থাকেনি। বয়স বেড়ে গেছে আরো ৪১৩টি দিন।
অন্য কথায় মৃত্যুর আরো ৪১৩ দিন কাছে চলে এসেছি। এই ৪১৩ দিনে হারিয়েছি খুবই কাছের কয়েকজন প্রিয়জনকে। কাছের কয়েকজনের ঘরে এসেছে নতুন অতিথী। পরিচিত অনেকেই বিয়ে-শাদী করে মানুষ হয়ে গেছে। অনেকেই নতুন চাকরী-বাকরীতে যোগদান করেছে।
অনেক প্যারা সহ্য করে অতপর ২০১৩ সালের ডিসেম্বরে বিএস্সিটা শেষ করেই ফেললাম! গ্রাজুয়েট তাহলে হয়েই গেলাম! ব্যাচের অনেকেই আমার ২-৩ সেমিষ্টার আগেই পাশ করে বেড়িয়ে গেছে। তবে আমি এবং আমার বন্ধু - দুজন মিলে ধীরে চলো নীতিতে অটুট থেকে পুরো ১৩টি সেমিষ্টার কাটিয়ে অতপর বিদায় নিচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে। মাঝে মাঝে মনে হয় এইতো সেদিন ভর্তী হলাম! সময় আসলেই বড় তারাতারি চলে যায়। আগে ক্লাস করতে ক্যাম্পাসে যেতে ইচ্ছে করত না। আর এখন মনে হয়, আর কোনদিন চোখ কচলাতে কচলাতে, বিশ্ববিদ্যালয়ের গুষ্ঠী উদ্ধার করতে করতে সকাল ৮টার ক্লাস করতে যেতে হবে না! আর কখনও দুই ক্লাসের বিরতিতে লাইব্রেরীতে গিয়ে ঘুমানো হবে না।
আর কখনও দুপুরে ক্লাসে গিয়ে ঘুমিয়ে পরা হবে না! আর কখনও ক্লাস টেষ্ট মিস্ করে স্যারের পিছন পিছন ঘুরা হবে না। এরকম অনেক কিছুই যা আগে বিরক্তীকর ছিল, এখন তাই মিস্ করছি!
প্রিয় বন্ধুটাও নতুন বছর আসার আগেই নতুন বাসা নিয়ে চলে গেছে! কিইবা করার আছে! বউ নিয়েতো আর ব্যাচেলর বাসায় থাকা সম্ভব নয়। তবে বেশি দূরে যেতে পারে নি। আমি যে দালানে থাকি, তার ঠিক সামনের দালানেই আছে!
কুরোবানীর পর পর একটা সাইকেল কিনেছিলাম। মাঝে মাঝে খুব ভাব নিয়ে সেটা চালানো হয়।
সন্ধ্যায় ঘন্টা দুয়েক ব্যাডমিন্টন খেলে এসে রাতে মুভি দেখে দেখে ভালোই কেটে যাচ্ছে সময়গুলো। ভাবছি পুরো জানুয়ারী মাসটাই এভাবে হেলায় হেলায় কাটিয়ে দিব। ফেব্রুয়ারীতে আবার ব্যাবসাগুলোতে মনযোগ দেব।
কিছু মজার ঘটনাও ঘটেছে এই গত ৪১৩টি দিনে। এইতো কিছুদিন পূর্বেই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এক মেয়েকে বিয়ের প্রোপোজ দেয়ার জন্য অনেক চড়াই-উতড়াই পেরিয়ে (সে এক বিশাল হিষ্টোরি! এই জিনিস শেয়ার করা যাবে না ) তার মোবাইল নাম্বার যোগাড় করে (মেয়ের নামও জানতাম না ) যোগাযোগ করলাম।
মেয়ের হয়ে তার প্রেমিক (উই এজিউমড্ সো!) প্রোপোজের জবাব দিল! সেই ছোকড়া আমাকে ভয় দেখানোর জন্য নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিল!
কোন এক কারনে গত কয়েকদিনের ঠান্ডার সাথে শরীর নিজে থেকেই মানিয়ে নিয়েছে! প্রায় সময়ই খুব একটা শীত অনূভুত হয়না। গত দু-তিন দিন ঘরের ভিতর খালি গায়েই ঘোরাফেরা করছি!
খুব ইচ্ছে ছিল কিছুদিন বাড়ি গিয়ে বেড়িয়ে আসব। কিন্তু হরতাল আর অবরোধের চিপায় পরে সেটা আর হলোনা। কবে যে আবার মানুষের জীবন স্বাভাবিক হবে!
কিছু করার ছিল না, তাই বসে বসে কিছুক্ষণ বক বক করলাম (আসলে লিখলাম)! কেউ কিছু মনে করবেন না
আর কিছুটা দেরী করে হলেও, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল অনেক অনেক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।