কোন কাইজ্জ্যার মধ্যে নাই , আম্লীগ, বিমম্পী বুঝিনা, রাজাকার দূরে যা, শিবির তোরা দূরে থাক । দেশে সুশাসন চাই । তবে দেশের বিচারপতি গন হতে হবে পাকি বিচার পতিদের মত ।
তুচ্ছ ঘটনায় জাতীয় ক্রিকেট দলের তারকা সোহাগ গাজীকে থাপ্পড় মেরেছেন মিরপুর রুপনগর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পরে ওই এসআইকে সাময়িক বরখাস্ত করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়ি পার্ক করা নিয়ে সৃষ্ট ঝামেলায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নিয়মিত টহলের একপর্যায়ে সোহাগ গাজীর বাড়ির সামনে গাড়ি পার্ক করতে যাচ্ছিলেন এসআই ওয়াহিদ। তখন সোহাগের গাড়ি পার্ক করা ছিল বাড়ির সামনে। পরে পুলিশের গাড়ি হর্ন দিতে থাকে বারবার।
একপর্যায়ে পুলিশ সোহাগের গাড়ির ড্রাইভারকে টেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করে।
ঘটনা জেনে সেখানে আসেন সোহাগ। পরে তাকেও গাড়িতে ওঠানোর চেষ্টা করেন এসআই ওয়াহিদ। এ পর্যায়ে সৃষ্টি হয় বাক বিতণ্ডার এবং সোহাগ গাজীকে থাপ্পড় মেরে বসেনে এসআই। পরে সোহাগের পরিচয় জানতে পারলে হাতজোড় করে ক্ষমা চান ওই এসআই।
ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় বিষয়টি। তারা এসআই ওয়াহিদকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।