আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে যুবলীগের পকেট কমিটি হচ্ছে খবরে ক্ষ

ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে কেন্দ্র থেকে কমিটি চাপিয়ে দেওয়ার চেষ্টায় সিলেট জেলা ও মহানগর যুবলীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্মেলন ছাড়া কেন্দ্র থেকে কোনো কমিটি ঘোষণা করা হলে তা প্রত্যাখ্যান করার আগাম ঘোষণা দিয়েছেন তারা। যুবলীগ নেতাদের অভিযোগ, প্রেসিডিয়াম সদস্য ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবীর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ভুল বুঝিয়ে কেন্দ্রীয় নেতাদের চাপ সৃষ্টি করে তার 'পছন্দের' লোকদের পদ দিয়ে কমিটি ঘোষণার চেষ্টা করছেন।

দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে ২০০৪ সালে সিলেট জেলা ও ২০০৫ সালে মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদি কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেয়নি যুবলীগের কেন্দ্রীয় কমিটি। ইতোমধ্যে জেলা ও মহানগর যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের রাজনীতিতে চলে যাওয়ায় ভারপ্রাপ্ত দিয়েই চলছে সংগঠনের কার্যক্রম। যুবলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত মাসের শেষ দিকে অর্থমন্ত্রীর সুপারিশসহ জেলা ও মহানগর যুবলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। নিজের পছন্দের নেতাদের পদ দিয়ে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবীর ওই কমিটি জমা দেন। এ খবর জানাজানি হলে সিলেটে যুবলীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা সভা করে কেন্দ্রের কাছে সম্মেলনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। সম্মেলন ছাড়া কেন্দ্র থেকে কোনো কমিটি ঘোষণা হলে তা মেনে নেওয়া হবে না বলে সভায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দে জানান, ড. আহমদ আল কবীর পকেট কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠনের চেষ্টা প্রতিহত করতে সিলেটের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। সম্মেলন ছাড়া সিলেট যুবলীগের কোনো কমিটি গঠন করা হলে নেতা-কর্মীরা তা প্রত্যাখ্যান করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.