তুমি আমার অপারগতা ...তুমি আমার স্বপ্নভোলা কষ্টগাঁথা....তুমি আমার হৃদয় আঙিনা জুড়ে.... মায়ায় জড়ানো মালতীলতা....
আজ আপনি রাতের আকাশে তাকিয়ে কুয়াশাচ্ছন্ন আকাশে যদি একটিমাত্র উজ্জ্বল নক্ষত্র দেখতে পান , তাহলে বুঝে নেবেন আপনি সৌরজগতের সবচাইতে বড় গ্রহ বৃহস্পতি (জুপিটার) এর দিকে তাকিয়ে আছেন!!
জুপিটার / বহস্পতি গ্রহ
জি!!
ঘটনা সত্য!
ঠিক সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক দৃশ্যমান হয়। এটি দেখতে তারার মতো দেখালেও এটি আসলে কোনো তারা নয়-এটিই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এটি খালি চোখেই দেখা যায় তবে টেলিস্কোপের সাহায্যে দেখলে এর চারটি উপগ্রহও(গ্যালিলিয়ান মুন) দেখতে পাওয়া যায়।
এটি ৫ জানুয়ারি সূর্যের বিপরীতে অবস্থান করছিল বলে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সময় এটি পূর্ব আকাশে উদিত হয়। এটিকে আগামী কয়েক দিন আরো বড় আকারে দেখা যাবে।
(জুপিটার ও এর ৪টি উপগ্রহ)
তাই ঢাকার বিজ্ঞান জাদুঘর টেলিস্কোপের সাহায্যে সর্বসাধারণণের জন্য এই মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে।
শনি ও রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আকাশ পর্যবেক্ষণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সৌরজগতে জুপিটারের অবস্থান>
সম্পূর্ণ খবর এখানে-
Click This Link
(আতেল বন্ধুদের জন্যে) জুপিটার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিকান >
http://en.wikipedia.org/wiki/Jupiter
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।