আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ রুটে যুক্ত হচ্ছে দু

ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ নৌ রুটে শীঘ্রই যুক্ত হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডবি্লউটিসি) যাত্রীবাহী দুটি স্টিমার। এমভি বাঙালি ও এমভি মধুমতি নামের স্টিমার দুটি ২ হাজার করে যাত্রী বহন করতে পারবে। গত সপ্তাহে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে অবকাঠামো নির্মাণ শেষে স্টিমার দুটি নদীতে ভাসানো হয়। এখন চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।

সূত্র জানায়, ২০১১ সালের জুলাইয়ে ৫৫ কোটি টাকা ব্যয়ে দুটি স্টিমারের নির্মাণকাজ শুরু হয়। এর একেকটির দৈর্ঘ্য ৭৫ ও প্রস্থ সাড়ে ১২ মিটার। প্রথম দিকে পুরনো স্টিমারের নামানুসারে নামকরণ করা হয় এমভি গাজী ও এমভি কিউই। সম্প্রতি ওই নাম বদল করে দেশের দুটি নদীর নামানুসারে নামকরণ করা হয় এমভি বাঙালি ও এমভি মধুমতি।

বরিশাল বিআইডবি্লউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোপাল চন্দ্র মজুমদার জানান, নদীতে ভাসানো স্টিমার দুটির সার্ভে ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সার্ভিসে যুক্ত হতে আরও অন্তত দুই মাস লাগবে। নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষ আগের নাম বাদ দিয়ে দেশের দুটি ঐতিহ্যবাহী নদীর নামানুসারে নতুন স্টিমার দুটির নাম রেখেছে এমভি বাঙালি ও এমভি মধুমতি। স্টিমার দুটি তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক হবে বলে মনে করছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.