বারাক ওবামার হুমকিকে থোড়াই কেয়ার। রাশিয়া এবার পাল্টা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। দেশটিতে তৎপর ইউরোপীয় ও মার্কিন কোম্পানিগুলোর সম্পদ জব্দ করার লক্ষ্যে একটি প্রস্তাব সংসদে উত্থাপনের পরিকল্পনা নিয়েছে মস্কো। ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্র ইস্যুতে সৃষ্ট সংকটের কারণে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। রুশ সংসদের উচ্চ কক্ষের সাংবিধানিক আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান এন্ড্রে ক্লিশাসসহ একদল আইনপ্রণেতা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন তারা। পাশ্চাত্যের মদদে ইউক্রেনের নির্বাচিত সরকারের পতন ঘটার পর দেশটির ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়া ফেডারেশনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে পাশ্চাত্য। যুক্তরাষ্ট্র এরই মধ্যে রাশিয়ার কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সঙ্গে ভিসা ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত আলোচনা স্থগিত করেছে। এদিকে পোল্যান্ডে ১২টি এফ-১৬ জঙ্গি বিমানের একটি বহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, একটি 'প্রশিক্ষণ মহড়া'য় অংশ নিতে এসব জঙ্গি বিমান পাঠাচ্ছে ওয়াশিংটন। পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার তীব্র টানাপড়েন চলছে তখনই এ খবর জানিয়েছে ওয়ারশ। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ৩০০ মার্কিন সেনাও দেশটিতে মোতায়েন করা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব মার্কিন জঙ্গিবিমান ও সেনা মোতায়েন সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাসেক সোনটা বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল ও পোলিশ মন্ত্রী সেইমোনিয়াকের মধ্যে এক টেলিফোন আলাপে জঙ্গিবিমান পাঠানোর ব্যাপারে ঐকমত্য হয়েছে। পোল্যান্ডের প্রতিবেশী দেশ ইউক্রেনের ক্রিমিয়ায় বর্তমানে রুশ সেনা মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার ক্রিমিয়ার পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে সর্বসম্মত রায় দিয়েছে। এ ব্যাপারে সেখানকার জনগণের মতামত নেওয়ার জন্য ১৬ মার্চ গণভোট অনুষ্ঠিত হবে। অন্যদিকে ইউক্রেনের ক্রিমিয়া পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়নের নীতি দায়ী বলে অভিযোগ করেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার। রবিবার জার্মানির হামবুর্গে এক সংবাদ সম্মেলনে ক্রিমিয়া পরিস্থিতি নিয়ে আলাপকালে এ মন্তব্য করেছেন শ্রোয়েডার। ইউরোপের সঙ্গে যে চুক্তি সই না করায় পশ্চিমা মদদে সৃষ্ট গণআন্দোলনে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হয়েছেন শেষ পর্যন্ত সেই চুক্তিতে সই করতে যাচ্ছে কিয়েভ। ইউক্রেনের পাশ্চাত্য সমর্থিত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে দেশচিৎসিয়া বলেন, ১৭ অথবা ২১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একীভূত হওয়ার প্রাথমিক চুক্তিতে সই করবে তার দেশ। আল জাজিরা, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।