নেতা অপহরণের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের লাগাতার ধর্মঘট অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। এদিকে হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন লাশ হয়ে ফিরে এলে চিরদিনের জন্য হাসপাতাল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। গতকাল বিকালে সমিতির জরুরি সভায় এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শাহিনুর রহমান। এদিকে অপহৃত লিংকনের সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। উল্লেখ্য, শনিবার দুপুরে হাসপাতালের সামনে থেকে আগ্নেয়াস্ত্রের মুখে লিংকনকে অপহরণ করে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি। সমিতির সভাপতি শাহিনুর রহমান বলেন, লিংকন উদ্ধার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তবে লিংকন লাশ হয়ে ফিরে এলে হাসপাতাল চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। লিংকনের স্ত্রী ফারজানা শারমীন দাবি করে বলেন, তার স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করেছে। কারণ হিসেবে তিনি বলেন, চার মাস আগে লিংকনের সঙ্গে হাসপাতালের ফার্মাসিস্ট আনিসুর রহমানের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর চড়াও হয় লিংকন। তখন থেকেই পুলিশ তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।