অবরোধ-হরতালে পরিবহন সংকট ও ভাড়া বাড়ার কারণে রংপুরে রড ও সিমেন্টের দাম বেপরোয়া। রডের দাম টনে ২ থেকে ৩ হাজার ও সিমেন্ট প্রতি বস্তায় ১০০ থেকে ১২৫ টাকা বেড়েছে। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় রংপুরে ৬০০ কোটি টাকার উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা। অন্যদিকে নির্মাণ ব্যয় বাড়ার কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যক্তি পর্যায়ের স্থাপনা নির্মাতারা। বেকার হয়ে পড়েছেন নির্মাণ শ্রমিকরা। ঠিকাদাররা বলছেন, বাজার স্বাভাবিক না হলে চড়া মূল্যে নির্মাণসামগ্রী কিনে কাজ করা সম্ভব নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ঠিকাদাররা কাজ বন্ধ করে দেওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে না। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে রংপুরের আট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত, ফ্যাসিলিটিজ, জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সিএমএমইসহ সরকারের বিভিন্ন দফতরের অধীনে ৬০০ কোটি টাকার উন্নয়নকাজ শুরু হয়। এসব কাজের মধ্যে রয়েছে সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা নির্মাণ। রংপুরের রড-সিমেন্টের পাইকারি বিক্রেতা কাজী মোহাম্মদ জুন্নুন বলেন, অবরোধ ও হরতালের কারণে পরিবহন ভাড়া বেড়েছে তিনগুণ। ঢাকা থেকে রড ও সিমেন্ট আনতে আগে ট্রাক ভাড়া যেখানে ছিল সর্বোচ্চ ৯ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজারে। চট্টগ্রামের ভাড়া ২২ হাজার থেকে বেড়ে হয়েছে ৫৫ হাজার টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।