আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে শমসেরের প্রার্থীর বিরুদ্ধে একাট্ট

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আবুল কাহের শামীমের বিরুদ্ধে একজোট বেঁধেছেন দলের অন্য তিন প্রার্থী। ঢাকায় ডেকে নিয়েও কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে কোনো সমঝোতা করতে পারেননি। এই তিন প্রার্থী হচ্ছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদা ও সহসভাপতি শহীদ আহমদ। জানা যায়, সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে মনোনয়নপত্র জমাদানকারী চার প্রার্থীকে নিয়ে গতকাল দুপুর ১২টায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব শাহজাহান খান ও সহসাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন দলীয় কার্যালয়ে বৈঠক করেন। ওই বৈঠকে কেন্দ্রীয় সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আবুল কাহের শামীমের বিরুদ্ধে অবস্থান নেন বাকি তিন প্রার্থী। কাহের শামীমকে বহিরাগত উল্লেখ করে তারা সিলেট সদর উপজেলার স্থায়ী কাউকে সমর্থন দেওয়ার দাবি জানান। ওই বৈঠকে একক প্রার্থী নির্ধারণ সম্ভব না হওয়ায় আজ ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.