সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের দুই ঘন্টায়ও সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। টাকার পরিমানেও লেনদেনে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় দুপুর সাড়ে ১২টায় ব্রড ইনডেক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৪৫৫ পয়েন্টে। এ সময় মোট ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।
এর মধ্যে বেড়েছে ২১০টি, কমেছে ৪৪টি আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩০২ কোটি ২০ লাখ টাকার।
দুই ঘন্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৭৪৩ পয়েন্টে। এ সময় মোট ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১১১টি, কমেছে ৪৬টি আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।