ভালো থাকুন সবার সাথে
বাংলাদেশে খেলতে আসতে আপত্তি নেই লংকানদের।তবে টাইগারদের বিপক্ষে খেলতে আসার আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছিল শ্রীলংকা ক্রিকেট(এসএলসি)।আর রবিবার লংকান সে নিরাপত্তা পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে।তবে পূর্ব নির্ধারিত সফরসূচির একদিন আগেই বাংলাদেশে এসেছেন লংকান নিরাপত্তা পর্যবেক্ষকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী লংকান পর্যবেক্ষক দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দলে রয়েছেন শ্রীলংকা ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী অজিত জয়সেকারা ও সহ-সভাপতি মোহন ডি সিলভা।দুদিনের সফরে এরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও ঢাকার শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন।তবে শ্রীলংকা সিরিজের আরেক ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন না এ দুজন।তাই ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজের যে ম্যাচটি সিলেটে হওয়ার কথা রয়েছে সেটি অন্য ভেন্যুতে সরে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।