ভব ঘুরতে চাই। ভবঘুরে হতে চাই না।
কবিতাটা এইরকম.....ঠিক পুরোপুরি মনে নেই....
"মালাউনকা বাচ্চা কাভি স্বাচ্চা নেহি হে..
যো সাচ্চা.... ও শুয়োরকা বাচ্চা হে"
..
..
এক সহকর্মী বলল 'গতকাল এই ভজগট মার্কা নতুন সরকার নিয়ে বাবু সুরন্জিত সেন নাকি কিছু একটা বলেছে। '
কি বলেছে কেন বলেছে তা জিগ্যেস না করেই পাশের আরেক সহকর্মী উক্ত কবিতাটা আওড়ালো।
একটু পরেই তার মনে হল আমি পাশে বসা।
এর পর সে আমার গায়ে হাত দিয়ে বলল 'দাদা কিছু মনে কইরেন না.......আপনাকে বলি নাই'। ঘটনাটা ছিল একবারেই দশটার দিকের.. অর্থাৎ অফিস শুরুর দিকের।
সারাদিন অফিসে আর মন লাগাতে পারিনি। আসলে "মালাউন" শব্দটা সারাজীবনে বহুবার শুনেছি, তাই এখন আর খারাপ লাগে না। কিন্তু এই ধরনেই "পাকি" কবিতার মুখোমুখি কোনদিনই হয়নি।
আমি সবসময়ই বিশ্বাস করে এসেছি এদেশের বেশির ভাগ মানুষই অসাম্প্রদায়িক, কিন্তু আমার বিশ্বাসের ভীত আস্তে আস্তে নড়বড়ে হতে শুরূ করেছে।
ভেবে দেখুন খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন মুসলিম সহকর্মী যদি হিন্দুদের ব্যাপারে এই ধরনের মানসিকতা পোষন করে তাহলে প্রত্যন্ত গ্রামের একজন অশিক্ষিত মুসলিম হিন্দুদের বাড়ি পোড়াবে, মন্দির পোড়াবে, ধর্ষন করবে এতে অবাক হওয়ার কি আছে?
সেই ৯২/৯৩ সালের কথা একটু একটু মনে পড়ছে। যখন আশপাশের গ্রামের অনেক হিন্দু পরিবার সব ফেলে পার্শ্ববর্তী দেশে পাড়ি দিয়েছিল। আমি তখন ফোর-ফাইভে এ পড়ি, বাবাকে খুব একটা বড় পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম 'যদি গ্রামে থাকা না যায় তাহলে শহরে চলে যাব'।
আমার ধারণা ছিল শহরে এইসব মারামারি হয়না।
আমার ভাবনা ভুল ছিল, শহরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়না ঠিকই, হয় তার চেয়ে বেশী কিছু।
বাসায় ফিরে এসেই 'ইমিগ্রেশন টু অষ্টেলিয়া, ইমিগ্রেশন টু কানাডা' ওয়েব সাইটে গুতাগুতি শুরূ করেছি। আর সেই দিনের কথা ভেবে চুল ছিড়ছি..... যখন পণ করেছিলাম এদেশ ছেড়ে কোনদিন কোথাও যাবো না, তাই আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েও অবলীলায় বলেছিলাম 'ধুর ওখানে গিয়ে কি করবো? পেয়াজ কাটবো! তার চেয়ে এখানেই ভালো থাকবো"
না আমি ভালো নেই! আমার সন্তানেরা আমার চেয়ে খারাপ থাকবে এই ভেবে বেশী খারাপ লাগছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।