মুক্ত মন....সারাক্ষণ
লোকে বলিয়াছে, আমি শুনিয়াছি, বিশ্বাস করি নাই।
...লোকে বলিয়াছে, "বায়ান্ন" আর "তেপ্পান্ন" সংখ্যা দুইটি এক ও অভিন্ন। ইহাদের মাঝে কোনো রূপ পার্থক্য খুঁজিয়া বেড়ানো বাতুলতা বৈ অন্ন কিছু নহে; দেখিতে ভিন্ন হইলেও গুনে আর গন্ধে ইহারা একে অপরের সহোদর। একই মায়ের পিঠাপিঠি দুই সন্তান।
...আমি হাসিয়াছি, বিশ্বাস করি নাই। মনে মনে সকলকে গর্দভ বলিয়া গালি দিয়াছি, "বায়ান্ন" কী করিয়া "তেপ্পান্ন" কিংবা "তেপ্পান্ন" কী করিয়া "বায়ান্ন" হইতে পারে!
....বহুদিন পর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়াছে আমার। এতকাল লোকমুখে শুনিয়া যাহা বিশ্বাস করি নাই, তাহাই আজ সঠিক বলিয়া প্রমাণিত হইয়াছে; লোকে যথার্থই বলিয়াছে, যাহা "বায়ান্ন" তাহাই "তেপ্পান্ন"
রূপ ভিন্ন হইলেও গুনে আর গন্ধে ইহাদের কোনো পার্থক্য নাই। বৈশিষ্ট্যের দিহ হইতেও মিল রহিয়াছে শতভাগ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।