আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসে বিজিবি মোতায়েন প্রশাসনের মামল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির-ছাত্রলীগ সংঘর্ষে ছাত্র হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। সঙ্গে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরাও টহল দিচ্ছেন। তাছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বাদী হয়ে রবিবার রাতেই হাটহাজারী থানায় একটি মামলা করেন।

চবি সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব ও ছয় প্লাটুন পুলিশ অবস্থান করছে। চবির সহকারী প্রক্টর আনোয়ার হোসেন বলেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত তারা অবস্থান করবেন।

হাটহাজারী থানার সহকারী

উপপরিদর্শক

মোস্তাক আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা ও সংঘর্ষের ঘটনায় হলের প্রভোস্ট বাদী হয়ে অজ্ঞাতনামা অনেককে আসামি করে একটি মামলা করেছেন।

প্রসঙ্গত, চবি ছাত্রলীগের দফতর সম্পাদক জালাল আহমেদের ওপর তার গ্রামের বাড়ি সিলেটে হামলা হয় রবিবার। এর জের ধরে এ দিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন এক শিবির কর্মী। এ ঘটনায় রাতেই জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য শাহ আমানত হল বন্ধ ঘোষণা করে চবি প্রশাসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.