আমাদের কথা খুঁজে নিন

   

আজ চিরনিদ্রায় শায়িত হবেন বিচারপতি হাবিবুø

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে আজ বিকালে চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি রবীন্দ্র বিশেষজ্ঞ মুহাম্মদ হাবিবুর রহমান। গত শনিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি ইন্তেকাল করেন গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে আজ সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিচারপিত হাবিবুর রহমানের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বিচারপতির মৃত্যুর খবর পাওয়ার পরপরই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। সেখানে তার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিরা তার মরদেহ দেখতে যান। তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো পৃথক শোক জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন চেয়ারম্যান বিচারপতি এ কে এম সাদেক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মলি্লক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল শোক প্রকাশ করেছেন। এ ছাড়া আরও শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ছাত্র, শিক্ষক, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসিসহ শিক্ষার্থী, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, এডাবের কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতৃবৃন্দ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ। তারা বলেছেন, অসম্ভব রকম চমৎকার মানুষ ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। তিনি ছিলেন জাতির কাছে প্রচণ্ড বিশ্বস্ততার প্রতীক। জাতি তার কথায় ও কাজে নির্দ্বিধায় নির্ভর করতে পারত। শোকবার্তায় তারা সবাই হাবিবুর রহমানের আত্দার মাগফিরাত জানিয়ে ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.