আমাদের কথা খুঁজে নিন

   

বাঘাইছড়িতে বিজিবির নতুন ক্যাম্প

রাঙামাটি জেলার দুর্গম উপজেলা বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নতুন ৫৪ ব্যাটালিয়ন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়ন ক্যাম্প উদ্বোধন করেন মহা-পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মেজর জেনারেল মো. আজিজ আহমেদ।

বাঘাইছড়ি উপজেলায় ৩৯ বিজিবি সদর দফতর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খাঁন, ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, কর্নেল খোন্দকার ফরিদ হাসানসহ ঊধর্্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিজিবি মহাপরিচালক মো. আজিজ আহমেদ বলেন, পার্বত্যাঞ্চলের ১২১ কিলোমিটার এলাকা আজও অরক্ষিত আছে। এই সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ বর্ডার গার্ড নতুন ব্যাটালিয়নের যাত্রা শুরু হলো। তিনি বলেন, পার্বত্যাঞ্চলকে নিরাপদ রাখতে আরও ৩টি ব্যাটালিয়ন সৃজনের পরিকল্পনা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.