আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রি হয়নি টিভি স্বত্ব

আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে টিভি স্বত্ব বিক্রি করতে চাইছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বেলা ২টা পর্যন্ত ছিল টিভি স্বত্ব দরপত্র বিক্রির শেষ দিন। কিন্তু কোনো সাড়া মেলেনি। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখানোর জন্য দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানই আগ্রহ প্রকাশ করেনি। কেউ আগ্রহ না দেখালেও হাল ছাড়ছে না বিসিবি কর্তৃপক্ষ। তারা এখনো আশাবাদী। আলোচনার মাধ্যমে কোনো কোম্পানির কাছে বিক্রি করবে সম্প্রচার স্বত্ব।

নিম্বাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বিসিবি চেয়েছিল ৪ বছরের জন্য টিভি স্বত্ব বিক্রি করতে। এর জন্য দরপত্রও আহ্বান করেছিল। দু-তিনটি নামগোত্রহীন কোম্পানি দরপত্র কিনেছিল। কিন্তু মনঃপূত না হওয়ায় আর এগোয়নি বিসিবি। বরং সিরিজ বাই সিরিজ বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ও পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ বিক্রি করে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সম্প্রচার স্বত্ব কিনেছিল নিম্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্বত্ব কিনেছিল চ্যানেল নাইন। এবার স্কাই স্পোর্টস টিভি সম্প্রচার স্বত্ব কিনতে পারে। দেখাতে পারে মাছরাঙা টেলিভিশন। টিভি স্বত্ব দরপত্র বিক্রি সম্পর্কে জানতে কমিটির চেয়ারম্যান আহম্মেদ সাজ্জাদুল আলম ববিকে ফোনে পাওয়া যায়নি। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'কোনো দরপত্র জমা পড়েনি। তাই আগে যারা করেছিলেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে টিভি স্বত্ব বিক্রি করতে হবে।' আগামী বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সেই সিরিজের পর বিসিবির দীর্ঘমেয়াদে টিভি স্বত্ব বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সিইও।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.