রাজধানী ঢাকা থেকে তুলে ফেলা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অর্ধশত প্যান্যাফ্লেঙ্ ব্যানার এখন শোভা পাচ্ছে বরিশালে। প্যানাফ্লেঙ্ ব্যানারগুলো এখন বরিশাল নগরীর বাণিজ্যিক বিলবোর্ডগুলো দখল করেছে। এতে নামিদামি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হলেও সরকারি দল হওয়ায় নিশ্চুপ রয়েছে। ৫ সেপ্টেম্বর সকালে নগরীর বাণিজ্যিক বিলবোর্ডগুলোর ওপর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরা প্যানাফ্লেঙ্ ব্যানারগুলো চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, ৪ সেপ্টেম্বর রাতের যে কোনো সময় ওই প্যানাফ্লেঙ্ ব্যানারগুলো বাণিজ্যিক বিলবোর্ডগুলোর ওপর সাঁটানো হয়।
আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঢাকা থেকে প্যানাফ্লেঙ্ ব্যানার নামিয়ে ফেলার পর সেগুলো দেশের বিভাগীয় শহরগুলোতে সাঁটানোর জন্য স্ব-স্ব এলাকার নেতারা লোক মারফত পাঠিয়ে দেন। বরিশালে অর্ধশত ব্যানার নিয়ে এসেছেন যুবলীগ নেতা-কর্মীরা। এরপর এসব টাঙিয়ে দেওয়া হয় মোবাইল অপারেটর কোম্পানিসহ দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির বিলবোর্ডের ওপর। বিলবোর্ডগুলো ঢেকে যাওয়ায় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।