আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মানবতার মুক্তিদূত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে পালন করা হয় হিজরি সনের ১২ রবিউল আউয়ালের এ দিনটিকে। আরবের মক্কা নগরীর অভিজাত কোরাইশ গোত্রে জন্মগ্রহণকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের শ্রেষ্ঠ মানব হিসেবে অভিহিত করা হয়। মানব জাতিকে তিনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করেন। প্রচার করেন সত্য, সুন্দর ও কল্যাণের অমীয় বাণী। তিনি ছিলেন সহনশীলতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। এমন এক সময় তিনি পৃথিবীতে আবিভর্ূত হন যখন আল্লাহর শিক্ষা ভুলে মানবজাতি বিপথে পরিচালিত হচ্ছিল। হানাহানি আরবসহ সারা বিশ্বের মানব সমাজের অভ্যাসে পরিণত হয়েছিল। মানব সমাজ থেকে সুনীতি ও সুবিবেচনা নির্বাসনে যাওয়ার উপক্রম হচ্ছিল। নারীর সম্মান সর্বনিম্ন পর্যায়ে পেঁৗছেছিল সে সময়ে। পবিত্র ভূমি মক্কাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে জন্মগ্রহণ করেন, সে সময় আরব উপদ্বীপ এবং সংলগ্ন জনপদগুলোর অবস্থা ছিল সবচেয়ে ভয়াবহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন শুদ্ধাচারী মনোভাবের অধিকারী। অসত্য, অন্যায় ও অকল্যাণকর পথ থেকে তিনি থাকতেন যোজন যোজন দূরে। অসত্য ও অবিশ্বস্ততা আরব সমাজের নিয়ামক শক্তিতে পরিণত হলেও তিনি মক্কাবাসীর কাছে সম্বোধিত হতেন 'আল-আমিন' বা বিশ্বাসী হিসেবে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বশক্তিমান আল্লাহর ঐশী গ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়। মানব জাতিকে আলোর পথে উদ্বুদ্ধ করেছে এই ঐশী গ্রন্থ। ন্যায়ভিত্তিক শান্তির সমাজ গঠনে পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সর্বযুগেই নন্দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মদিনায় দুনিয়ার প্রথম কল্যাণ রাষ্ট্রের সূচনা করেন। সব ধর্মের মানুষের অধিকার স্বীকৃত হয় এ রাষ্ট্রব্যবস্থায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার রেখে যাওয়া জীবনব্যবস্থা দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশসহ বিশ্বজুড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-তে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা ও সালাম জানাই। হানাহানি ও অশান্তি যখন বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানব জাতিকে সঠিক পথ দেখাতে পারে। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ আদর্শের প্রাসঙ্গিকতা আজকের এই যুগে সবচেয়ে বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.