দেশের সব ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখা ঈদের ছুটিতে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে এসব শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি শুক্র এবং শনিবারও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব শাখার মধ্যে রয়েছে বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম, সমুদ্র/নৌ-বন্দর চট্টগ্রাম ও মংলা, স্থলবন্দর বেনাপোল, সোনামসজিদ, হিলি, আইসিডি (কমলাপুর)। ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটির পূর্ববর্তী সব সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) বাংলাদেশ-ভারত সীমান্তের অন্যান্য স্থানে অবস্থিত স্থলবন্দরসমূহে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।