আমাদের কথা খুঁজে নিন

   

জেলায় জেলায় ঈদের জামাত

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত জেলা ঈদগাহ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তাছাড়া শহরের ভাদুঘর শাহী জামে মসজিদ, ভাদুঘর ফাটা পুকুর পাড় ঈদগাহ ময়দান, গোকর্ণ ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, টেংকের পাড় ঈদগাহ ময়দান, কান্দিপাড়া খতমে নবুয়ত মাদ্রাসা প্রাঙ্গণসহ আরও পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দিনাজপুরে গোর এ শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। একই সময় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ ও নশিপুর ঈদগাহ মাঠে। এছাড়া শহর ও আশপাশের এলাকায় আরও ৪০ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাঙামাটির তবলছড়ির কোতোয়ালি থানার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টা ও ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং ও পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহরের বনরূপা আদালত মাঠ ও ভেদভেদী আমানত বাগ বিদ্যালয়ের মাঠে ৮টায় ও ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, পুরাতন ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া পৌর ঈদগাহ ময়দানে সকাল ১০টায় মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহরের এতিমখানা, নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসা, বড় সিকদার বাড়ি জামে মসজিদ, নতুনবাজার জামে মসজিদ, কলেজ রোড জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, মহিপুর জামে মসজিদ, কুয়াকাটা জামে মসজিদসহ দুই শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কুড়িগ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (সবুজপাড়া) সকাল ৯টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সাড়ে ৯টায় জজকোর্ট মোড়ের ঈদগাহ মাঠ ও খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাকের দ্বিতীয় ও তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.