জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের নিয়মিত সভায় তার অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দাখিল করা রুহুল আমিন হাওলাদারের হলফনামায় উলি্লখিত সম্পদের বাইরে আরও সম্পদের তথ্য পাওয়া গেছে। কুয়াকাটাতেও তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে অভিযোগ এসেছে। দুদক তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
এবিএম রুহুল আমিন হাওলাদারের বিপুল পরিমাণ সম্পদের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তথ্য অনুযায়ী, নবম সংসদ নির্বাচনের আগে রুহুল আমিন হাওলাদারের টাকা ছিল ১৭ লাখ ৬৮ হাজারের কিছু বেশি। পাঁচ বছর পর এসে এখন তার নিজের নগদ টাকাই আছে ৬ কোটি ৬৬ লাখের বেশি। গতবার তার কোনো শেয়ার বা বন্ড ছিল না। এবার স্বামী-স্ত্রীর ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, দুটি ল্যান্ডক্রুজার গাড়ি, প্লটসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বেড়েছে। নির্বাচন কমিশনে রুহুল আমিন হাওলাদারের জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার বাড়ি বা অ্যাপার্টমেন্ট বা দোকান ভাড়া থেকে আয় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকা। গতবার এ খাত থেকে আয় হয়েছিল ১৩ লাখ আট হাজার ৯৩৮ টাকা। সংসদ সদস্যের পারিতোষিক হিসেবে তার বার্ষিক আয় ১৩ লাখ ৮৯ হাজার ৬২৫ টাকা। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় উলি্লখিত সম্পদ হলো_ গত পাঁচ বছরে রুহুল আমিন হাওলাদার ৬৭ লাখ ৯৪ হাজার ৫৩০ টাকা দামের একটি ও তার স্ত্রী ৫৯ লাখ ৪৪ হাজার ৫৩০ টাকা দামের আরেকটি গাড়ির মালিক হয়েছেন। দুটি গাড়িই ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের। তার স্ত্রীর ১০০ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য অলঙ্কার রয়েছে। হলফনামায় আরও উল্লেখ আছে, তিনি স্ত্রীকে ধার দিয়েছেন ১০ কোটি ৫৫ লাখ টাকা। রুহুল আমিন হাওলাদারের নামে গুলশানে ১২ দশমিক ৭ কাঠা জমি রয়েছে।
এ ছাড়া স্ত্রীর নামে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা জমি রয়েছে। রুহুল আমিনের আবাসিক ও বাণিজ্যিক ভবন আছে ২ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ১৩৮ টাকা মূল্যের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।