আমাদের কথা খুঁজে নিন

   

Operation successful, patient died



. দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর জরিপে প্রায় ৯০ ভাগ লোকের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সমর্থন ছিল।
. সর্বশেষ ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়।
. সুশীল সমাজ, বামপন্থী, নাস্তিক, এমিকাস কিউরি, আজীবন বিএনপি বিরোধী বেশীর ভাগ বুদ্ধিজীবিরাও সংবিধান সংশোধনের বিরোধীতা করেছিল। নির্বাচন পিছিয়ে দেয়ার কথা বলেছিল।
. জাতিসংঘ সহ প্রভাবশালি দেশগুলো বারবার সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ব্যপারে একমত ছিল।


. ছাগলের ৩ নং বাচ্চা ভূটান, ভারতের ৪ জন ছাড়া কোন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসেনি।
. বি এন পি আন্দোলন জমাতে পারে না বললেও তফশিল ঘোষণার পর থেকে প্রায় ২০০ জন মানুষ মারা গেল আন্দোলনে শরিক হতে গিয়ে।
. ভোটার উপস্থিতি খুবই কম ছিল। ৪৪ কেন্দ্রে ১ টা ভোটও দিতে আসেনি কেউ। বিরল ঘটনা।



এত কিছুর পরও শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আবার ক্ষমতায়। মানে Operation successful, patient died. এত বাধা সত্ত্বেও নির্লজ্জ হতে খারাপ লাগেনি তাদের। এখন বি এন পি’রও উচিত নির্লজ্জ হওয়া। সুশীল সমাজ, বিদেশী শক্তি অনেকে অনেক কিছু বলবে ।

কিন্তু একবার ক্ষমতায় গেলে সব ঠান্ডা হয়ে যাবে। শান্তিপূর্ণ আন্দোলনে কখনো স্বৈরাচারের পতন হয় না। এত এত কথা বলা সুশীল সমাজের কেউ একটা ব্যানার নিয়ে রাস্তায় নামেনি তাদের গায়ে বি এন পি পন্থী ট্যাগ লাগবে এই ভয়ে। খালি টক শো আর সেমিনারে কথা বলে স্বৈরাচারের পতন হয় না। ১৭৩ দিন হরতাল, অসহযোগ, লগি বৈঠা আক্রমণ করে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে বি এন পি-ও আসতে পারবে!



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।