আমাদের কথা খুঁজে নিন

   

আবারো পয়েন্ট খোয়ালো ইন্টার

গত সাত ম্যাচে ইন্টারের এটি চতুর্থ ড্র, তারা হেরেছে অপর তিন ম্যাচে।

নিজেদের মাঠ সান সিরোয় অষ্টম মিনিটে স্ট্রাইকার আলবার্তো পালোশচির গোলে পিছিয়ে পড়ে ইন্টার।

চার মিনিট বাদেই ইন্টারকে সমতায় ফেরান জাপানের ডিফেন্ডার ইয়ুতো নাগাতোমো। বাকি সময়ে আর কোনো গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সেরি আয় দিনের অপর ম্যাচে সাম্পদোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উদিনেজেকে।

আবারো জয়বঞ্চিত হলেও লিগের পঞ্চম স্থান ধরে রেখেছে ইন্টার, ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

রোববার জুভেন্টাস ৪-১ গোলে কালিয়ারিকে, রোমা ৪-০ গোলে জেনোয়াকে এবং নাপোলি ৩-০ গোলে হেল্লাস ভেরোনাকে হারায়। তবে সাস্সুয়োলোর কাছে ৪-৩ গোলে হেরে যায় এসি মিলান।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।