আমাদের কথা খুঁজে নিন

   

গ্রন্থ পরিচিতি - মার্ক্স এবং এঙ্গেলস

I want to be the perfect me and this is what i meant to be মার্ক্স-এঙ্গেলসের রচনা সংগ্রহের দ্বিতীয় খণ্ড এঙ্গেলসের প্রাথমিক রচনা ও চিঠিপত্র নিয়ে প্রকাশিত। যখন তার বয়স ২০ থেকে ২৪। অবশ্য একটা বিশেষ ভাগে ১৯৩৩ থেকে ৩৭ কাল পর্বের কবিতা ও গদ্যকে বিন্যাস্ত করা হয়েছে। আর এ্যপেন্ডিস্ক অংশে রয়েছে তার জীবন সংক্রান্ত তথ্যাবলী। সমস্ত খণ্ডটিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ছবি এবং তারই অঙ্কিত নানা স্কেচ।

আমার বিবেচনায় প্রথম খণ্ডের General Introduction অংশটি প্রতিটি খণ্ডটি যুক্ত করা সঙ্গত হত। এ প্রসঙ্গে গত সংখ্যা আত্মপ্রতিকৃতি থেকে কিছুটা উদ্ধৃত করতে চাই: ‘প্রথমত মার্কস এঙ্গেলসের অবদানের সাধারণ অবস্থান ও মূল্যায়ন বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত ঐতিহাসিক বিবর্তন লেনিন এবং রুশ বিপ্লব পর্যন্ত টানা হয়েছে। বোঝা যায়, সংগত কারণেই তারা মাও এবং অন্যান্যের প্রসঙ্গ আনেন নি- কেননা এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে সোভিয়েত ইউনিয়ন। তৃতীয়ত বর্ণিত হয়েছে সম্পাদনার ইতিহাস।

চতুর্থত প্রকাশনা কাঠামো, বিন্যাস ও তার যৌক্তিকতা এবং শেষত সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক কিছু তথ্য। যেমন শেষ পর্যন্ত জানি কারা সম্পাদক। বিস্তারিত amarchintaa dot com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.