সময়ের বিবর্তনে পৃথিবীর অনেক কিছুই হয়ে যায় অচল আর এ কথাটা কোন বই বা ধর্ম গ্রন্থের ব্যপারে আরো বেশী প্রযোজ্য। সময়ের সাথে মানুষের চিন্তাধারার ও চলাফেরার ক্ষেত্রে আসে অনেক পরিবর্তন আর সে জন্য মানুষের কাছে আগের দিনের কোন বইয়ের থাকেনা তেমন কোন আবেদন। আবার অনেক ক্ষেত্রে সময়ের সাথে তাল মিলাতে প্রকাশিত হয় সে বইয়ের নূতন সংস্করন যার ফলে কালক্রমে হারিয়ে ফেলে তার আসল উপস্থাপন। কিন্তু এ নীতির আশ্চর্য্য ব্যতিক্রম হল ”আল্ কুরআন্”। আজ থেকে ১ হাজার ৪ শত বছরের আগের এই গ্রন্থের হয়নি কোন পরিবর্তন ।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোথায়ও মিলবেনা এর অন্য কোন সংস্করন। সম্পূর্ন অবিকল বিষয় বস্তু সহ কোন একখানা গ্রন্থ এত দীর্ঘদিন টিকে থাকার উদাহরন পৃথিবীতে নাই। ধনী গরীব, শিক্ষিত অশিক্ষিত কোটি কোটি মানুষ ভালবাসে এই কোরআন আর এটা এমন গ্রন্থ যার শুরুতেই দাবী করে যে তাতে কোন ভূল নাই এবং ঘোষণা করে যে অবিশ্ব¦সিরা চেষ্টা করলেও তাকে পৃথিবী থেকে উৎখাত বা মুছে ফেলতে পারবেনা। এমন কি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যদি পৃথিবীর সকল লাইব্রেরী ও মুসলমানের কাছ থেকে বলপুর্বক কোরআন কেড়ে নিয়ে ধংশ করে দিতে চায় তবু এই কোরআন্কে নিশ্চিহ্ন করতে ব্যর্থ হবে। কুরআন্ সংরক্ষনের দায়িত্ব কুরআনের রচয়িতা আল্লাহ নিজেই করবেন বলে ঘোষণা দিয়েছেন আর সে জন্যই হয়ত আল্লাহ এমন এক আকর্ষন ও নিয়ামত দিয়েছেন এই কুরআনে যে হাজারো বছর পর আজও পৃথিবীতে লাখো লাখো মানুষ মুখস্ত করে আছে সম্পূর্ন কোরআন।
প্রাচ্য ও প্রাশ্চাত্যে পাওয়া যাবে অসংখ্য হাফেজে কোরআন্। কোরআন যেহেতু ঘোষণা দেয় যে পৃথিবীর শেষ দিন অর্থাৎ কেয়ামত পর্যন্ত মানুষের সঠিক পথে চলার নির্দেশ দিবে তাই এই চির সত্যের বাস্তবতার প্রয়োজনেই হয়তবা মহান আল্লাহ্ কোরআন্কে চিরকাল সংরক্ষনের জন্য করেছেন এই অন্যন ব্যবস্থা। পৃথীবির অন্য কোন ধর্মের লোকদের মাঝে নেই এরকম কোন ব্যবস্থা। বস্তুতঃ অধিকাংশ মানুষ তথাকথিত মৌলবাদী হওয়ার ভয়ে বা অন্য কোন কারনে কোরআন্কে অনুসরন করুক বা না করুক কোরআন্ এ পৃথিবীতে চিরদিন থাকবে। তাইত দেখি শত অপপ্রচার উপেক্ষা করে আজও বিশবজুড়ে বিশেষ করে পশ্চিমা বিশ্বে অসংখ্য মানুষ গ্রহন করছে কোরআন্।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।