আমাদের কথা খুঁজে নিন

   

রহমান হেনরীর কবিতা গ্রন্থ

বাঙলা কবিতা

রহমান হেনরী'র ১২টি কবিতাগ্রন্থ থেকে গৃহীত নির্বাচিত প্রেমের কবিতা সংকলন : (রাণী ব্রজসুন্দরীকে উৎসর্গীকৃত) ------------ প্রণয় সম্ভার ------------ প্রচ্ছদ : গুপু ত্রিবেদী প্রকাশক : মিজান পাবলিশার্স দাম : ২৫০/- পৃষ্ঠা সংখ্যা : ১৮২ --------------------------- দুইজন একা মানুষের গল্প ========== [ প্রণয়ের রূপকথায়, পুবদেশে, এক যে ছিলো পাগলা রাজা আর ব্রজসুন্দরী তার রানী। একদিন রানী ব্রজসুন্দরী পশ্চিমে চলে গেল, একা; আর সেই পাগলা রাজা, পুবেই থেকে গেল...] -------------------------------------------------------------------- পশ্চিমে, খোলা হাওয়ায়, দাঁড়িয়েছো তুমি, অবিরাম তুষার-বৃষ্টিতে, একা... পুব দিকে, ভয়ে কুঁকড়ে যেতে যেতে, একা আমি , গুটিয়ে যাচ্ছি আত্মার ভেতরে; আর কুচি কুচি বরফের নিষ্ঠুর আক্রমন, তোমার চুলে-চিবুকে-গ্রীবায়... আজ যদি ব্লিজার্ডের দমকা হাওয়ার রোষ, তোমাকে উড়িয়ে নেয় মধ্য আটলান্টিকে ! হাঙ্গরের চেয়ে ক্রুদ্ধ ঢেউ যদি তোমাকে ভাসিয়ে নেয় লহমায় নিরুদ্দেশ দ্বীপে ! ঝড় থামে, জানি; সব কিছু লণ্ডভণ্ড করে দেয়া তছনছ তীব্র প্রলয়, তাকেও তো থেমে যেতে হয় ! ঝড় থেমে যাবে... তুঙ্গমুহূর্ত থেকে একদিন সবাইকে ফিরে যেতে হয়; তখন সমুদ্র শান্ত, সুনসান স্তব্ধতা, তখন হৃদয়ে দুঃসময়; অপার বিশ্বাস বেঁধে তবুও তো কোনও দ্বারে ফিরে যেতে হয় ! ব্লিজার্ডের থাবা যদি সত্যি সত্যি একদিন তোমাকে উড়িয়ে নেয়, নিরুদ্দেশ দ্বীপে ! আমি কার শূন্য-কুটিরে যাবো, কার দ্বারে অর্থহীন-প্রতিধ্বনিহীন, কড়া নেড়ে নেড়ে, আবারও রক্তাক্ত হবো ? তুমি বলে দাও !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.