আসুন রাজনৈতিক শিষ্টাচার শিখি
শীতকালে সকল নির্বাচিত প্রার্থীই নিজ নিজ এলাকায় কম্বল বিতরন উদ্যোগ নিয়ে থাকেন। সে উপলক্ষে প্রত্যেক ইউনিয়ন-ওয়ার্ডেই বেশ ভাল একটা সংখ্যার কম্বল পাঠানো হয়। ব্যাপারটা অনেকেই হয়ত জানেন না।
কিন্তু দুঃখজনক হলে ও সত্য প্রেরিত কম্বলগুলো সঠিকভাবে বিতরণ করা হয় না। যেহেতু কম্বল প্রদানের দায়িত্ব দেয়া হয় দলীয় নেতাদের; আর দলীয় নেতারা সেই কম্বলগুলো নিজ সমর্থক গোষ্ঠীর মধ্যেই বিতরন করে। ফলে দরিদ্রদের জন্য পাঠানো কম্বলে ও রাজনৈতিক বৈষম্য লক্ষ্য করা যায়। অনেক সময় তো প্রেরিত কম্বলগুলো স্থানীয় বিত্তবান নেতারা নিজেরাই ভোগ করে। চিন্তা করে দেখুন মানুষ কত ফাউল মেণ্টালিটির হলে এই ধরনের কাজ করতে পারে। আসলে কবি যথার্থই বলেছিলেন --
"এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।