শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি
শীতকালে সর্বদা লেগে থাকে ঠাণ্ডা আর কাশি
তাই অপছন্দের ঋতুখানা চলে গেলে ,
আমি খুব খুশী ।
ভারী অপছন্দের সময় মোর এই ঋতুখানা
নাক দিয়ে অঝোর ধারায় বহে ঝর্না ,
রূমালখানা ভিজে হয়ে যায় একাকার ,
দেখাই এতো ডাক্তার ,
তারাও দিতে পারেনা কোনো প্রতিকার ।
মনে মনে জপি ,
কবে তুই যাবি শীতকাল ,
তোর জন্য দিনে দিনে ,
আমার হচ্ছে খারাপ হাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।