আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লিতে কেজরিওয়ালের গাড়ি আটকে দিল পুলিশ

দিলি্লতে বাধা ডিঙিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি (ধরনা) পালনের চেষ্টা করলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি আটকে দেয় পুলিশ। রেলভবনের কাছে যেতেই মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। আর এ নিয়ে রাজধানীতে সরকার-পুলিশ সংঘাত চরমে উঠেছে। এ পরিস্থিতিতে পুরো অঞ্চল ঘিরে রেখেছে পুলিশ। মধ্যদিলি্লতে ইতোমধ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা।

চারটি মেট্রো স্টেশনও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাধা পাওয়ার পর মুখ্যমন্ত্রী পুরো দিলি্লকে তার সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। রোষের সঙ্গে তিনি বলেন, 'তারা বলে আমি নৈরাজ্যবাদী। হ্যাঁ, আমি তাই। আজ আমি সিন্ধের জন্য নৈরাজ্যই সৃষ্টি করব'।

ওই সময় কুচকাওয়াজের অনুশীলন চলছে বলে তাদের আটকে দেয় পুলিশ। এরপর রেলভবনের সামনেই ধরনায় বসেন কেজরিওয়াল। এদিকে কেজরিওয়ালের ধরনা আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে দিলি্লর নর্থ ব্লক থেকে আকবর রোড সর্বত্র নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে তিন হাজার পুলিশ ও ব্যারিকেড দেওয়া হয়েছে।

দিলি্লর এক পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নর্থ ব্লক অফিসের সামনে ধরনায় বসার কথা ছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও তার বিধায়কদের।

আইনমন্ত্রীর কথামতো কাজ করতে অস্বীকার করায় ওই পুলিশের অপসারণ বা বদলির দাবি করা হয়। দিলি্লর আইনমন্ত্রী সোমনাথ ভারতী অভিযোগ করেন, দক্ষিণ দিলি্লতে যেখানে মূলত আফ্রিকান বসতি সেখানে ড্রাগ ও যৌন ব্যবসা চলছে। আর তাই তিনি দিলি্ল পুলিশের কাছে দাবি তোলেন ওই বসতিগুলোতে তল্লাশি করার। কিন্তু কোনো তথ্যপ্রমাণ ছাড়া দিলি্ল পুলিশ শুধু আইনমন্ত্রীর নির্দেশের ওপর ভিত্তি করে তল্লাশি চালাতে অস্বীকার করে। যদিও তারপর সোমনাথ ভারতী, দলবলসহ পুলিশকে বাধ্য করে ওই আফ্রিকান বসতিতে তল্লাশি চালাতে।

মধ্যরাতে মহিলাদের জোর করে বাড়ির বাইরে নিয়ে আসেন তিনি। ভারতীর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ও তার দলবল ওই মহিলাদের উদ্দেশে কটূক্তিই শুধু নয় বর্ণবিদ্বেষী মন্তব্যও করেন। তার বিরুদ্ধে সেখানকার মহিলারা শ্লীলতাহানির অভিযোগও এনেছেন। দিলি্ল পুলিশের পক্ষ থেকে লেফটেন্যান্ট গভর্নরের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্টও দেওয়া হয়েছে। অন্যদিকে সিন্ধে জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।

তদন্তের রিপোর্ট আসার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.