কমনওয়েলথ গেমসে স্ট্রিট লাইট কেলেঙ্কারি মামলায় দিলি্লর সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে আম আদমি সরকার। দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল দুর্নীতি দমন ব্যুরোকে (এসিবি) এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র গুছিয়ে এফআইআর দায়েরের নির্দেশ দেন। এর আগে গত সোমবার শীলা দীক্ষিতের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে চিঠি লিখেন কেজরিওয়াল। কমনওয়েলথ গেমস দুর্নীতি নিয়ে প্রকাশিত ক্যাগ রিপোর্টে দিলি্লর স্ট্রিট লাইট কেলেঙ্কারির কথা উল্লেখ রয়েছে। আর তাই সমস্যায় পড়তে পারেন তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং পূর্তমন্ত্রী রাজকুমার চৌহান।
ক্যাগ রিপোর্টে বলা হয়, ২০০৮ সালে কমনওয়েলথ গেমসের সময় রাজধানীকে সাজাতে শীলা দীক্ষিতের সরকার বাজার দরের চেয়ে তিনগুণ বেশি দামে স্ট্রিট লাইট কিনেছিল। কংগ্রেস সরকারের নির্দেশে দিলি্ল মিউনিসিপ্যাল করপোরেশন নেহরু স্টেডিয়ামের পাশে লোদি রোডে ওই লাইটগুলো লাগায়। লাইটগুলোর রং শীলা দীক্ষিতের পছন্দ না হওয়ায় তিনি তা বদলে ফেলার নির্দেশ দেন। পরে প্রায় ৯২ কোটি টাকা খরচ করে সেখানে আবার লাইট লাগানো হয়। এরপরই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।
আপ এবার ক্ষমতায় আসার আগে ওই দুর্নীতিসহ শীলার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ক্ষমতায় বসার পর এ বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোয় বিজেপি এবং অন্যান্য দলগুলোর সমালোচনার মুখে পড়তে হয় কেজরিওয়াল সরকারকে। সমালোচকদের জবাব এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই শীলা দীক্ষিতের বিরুদ্ধে আপ সরকার তদন্তের নির্দেশ দিল বলে রাজনৈতিক মহল মনে করছে। জি-নিউজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।