আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নই হয়তো

লিখি পুরোটাই স্বপ্ন অথবা বহুদিন দেখা হয় না এমন অবিশ্বাস্য বাস্তব! আমি গায়ে চিমটি কেটে দেখি নি কী করে বুঝবো স্বপ্নখণ্ড সময়ের গর্ভ থেকে চিৎকার করে পৃথিবীতে নেমে এসেছিল কি না। চলমান লিফট খেয়া মাঝির মত বাতি জ্বালিয়ে ডাকছে, দাঁড়িয়ে থাকবো, কোথায় যাবো..বসবো সে আসনও নেই। চাঞ্চল্য আমার পিছু নেয়, মাথায় কাপড় মুড়িয়ে মানুষেরা যেন নৈকট্যদেবীর প্রার্থনা করে। আজ খোয়াব দেখে গেছি মুক্ত কবুতরের মত খুঁটে খেয়েছি ধান, সাদা জমিনের উপর বিছিয়ে রাখা খয়েরী বুনো শস্য, অতিন্দ্রীয় এক ঘ্রাণ আমাকে ঘিরে ধরে বর্শাহাতে আদিম মানবের মত , আমি দেখছিলাম আয়নায় পায়রাদের ছায়া আর নবজাতক হয়ে সারমেয়-সময় রূপালি চামচে রাখা দুধ চুষে নিচ্ছে। -- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.