আমার অনেক হাসি পাই যখন দেখি উপর তলার মানুষ গুলো মঞ্চে দাঁড়িয়ে পরিবর্তনের কথা বলে। কারণ আমার সন্দেহ হয় তারা ভিতর থেকে কতটুক আন্তরিক। আমরা পরিবর্তনের কথা বলি। এই পরিবর্তন কখনও সম্ভব নই। কারন উপরতলার মানুষ গুলো কখনও চাইনা এই পরিবর্তন সাধিত হউক। উপরতলার মানুষ গুলো ভাবে পরিবর্তন হলে তারা শাসন করবে কাকে? কার উপর খবরদারি করবে? যারা পরিবর্তনের কথা বলেন তাদের জন্য আমার পরামর্শ রইল ,পরিবর্তনের কথা না বলে নিজের ঘর থেকে শুরু করুন। আপনি আমি যারা উপর তলার মানুষ তারা যদি নিজেদের পরিবর্তন করি তাহলে সব কিছুর পরিবর্তন একদিন হবেই। এই উপর তলার মানুষ গুলো যদি তাদের এই দ্বৈত আচরণ পরিত্যাগ না করেন তবে কাঙ্খিত পরিবর্তনের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।