সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে বলে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যার পর এই অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।
১৬ জানুয়ারি এই প্রতিবেদন প্রকাশের পর সরকারের এক ভাষ্যে বলা হয়েছে, বাংলাদেশে ভারতীয় বাহিনীর উপস্থিতির খবরটি বানোয়াট ও ভিত্তিহীন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মামলার ভিত্তিতে এই অভিযান চলছে।
যুদ্ধাপরাধী বলে চিহ্নিত মাওলানা আবদুল মান্নান (প্রয়াত) প্রকাশিত এই পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় মামলা রয়েছে বলে জানান তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং সংযুক্ত দণ্ডবিধির ধারায় ওয়ারী থানায় বৃহস্পতিবার ওই থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের অভিযোগের ভিত্তিতে এই মামলাটি হয়।
পুলিশের অনলাইন সংবাদ মাধ্যম ‘ডিএমপি নিউজ’ এ দেখা যায়, দৈনিক ইনকিলাবের ওয়েবসাইট ও ছাপানো কপিতে ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়।
মাসুদুর রহমান বলেন, “এই খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।
“এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের ফলে বাংলাদেশের ভাবমূর্তি দেশে-বিদেশে চরম ভাবে ক্ষুণ্ন হয়।
একইভাবে দেশের আইনশৃঙ্খলা বাহিনীরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ”
তাই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনকিলাব পত্রিকার কার্যালয়ে গোয়েন্দা পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।