ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপ প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারেই রাখতে বলা হয়েছে।
পুলিশের রিমান্ড ও আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান সোমবার এই আদেশ দেন।
তিন আসামির মধ্যে আতিককে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল পুলিশ। বাকি দুজনের ক্ষেত্রে রিমান্ড আবেদন ছিল না।
গত বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাতক্ষীরায় গণআন্দোলন দমাতে সরকার ভারতীয় বাহিনীকে অপারেশনে নামিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির কাছে এ সেনা সহায়তা চেয়ে চিঠি দেয়। ”
এই প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারী থানায় পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুলিশের হাতে আটক হন রবিউল্লাহ রবি, রফিক মোহাম্মদ, আহমেদ আতিক এবং জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী।
পরে আফজাল বারী ছাড়া পেলেও বাকি ৩ জনকে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ আলী গত শুক্রবার মহানগর হাকিম আদালতে রিমান্ডের আবেদন করেন।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ আহমেদ গাজী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।