আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
অনেকক্ষ ধইরা ফেসবুকের হা কইরা চাইয়া আছি, ইনকিলাবরে...মারুন-ফরজ ফতোয়া দিয়া সম্বাদিকরা স্ট্যাটাস দিবো। এখনো পাই নাই। তয় অপেক্ষা করতে দোষ নাই।
পুলিশ মামারা গেছে, ক'জন ধইরা নিচে বইলা প্রথম আলো খবর দিছে। কই নিছে। ক্যান নিছে? পুলিশ বলছে, 'মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত' খবরের জন্য তাদের বিরুদ্ধে মামলা হইছে। কোনো তদন্তের দরকার হয় নাই, পুলিশ আগেই সিদ্ধান্তে উপনীত হইছে।
অবশ্য গত নির্বাচনের পরে ইনকিলাবরে ফিল্টারিং করনের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছিল।
এখন ফিল্টার নষ্ট হইয়া গেছে।
ব্যাপার না। এ সব্বে শুরু মাম্মা। সামনে আরো চলবে। চুপচাপ থাকুন।
নইলে মাফ অইবো না, কারোরই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।