অস্ট্রেলিয়া ওপেনে অতিরিক্ত গরমের জন্য বন্ধ করতে হলো বেশ কয়েকটি ম্যাচ। টেনিস তারকাদের অনেকেই কোর্টে অসুস্থ হয়ে পড়েছেন প্রচণ্ড গরমে। তবে গরমের কারণে খেলা বন্ধ হওয়ার আগেই তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন পুরুষ এককের শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও ষষ্ঠ বাছাই সুইস তারকা রজার ফেদেরার এবং মেয়েদের এককে তৃতীয় বাছাই মারিয়া শারাপোভা। রাফায়েল নাদাল ৬-২, ৬-৪, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার থানাসি কুকিনাকিসকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন। নাদাল সহজ জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে ফেদেরারকে।
সুইস তারকা স্লোভাকিয়ার ব্ল্যাজ কেভচিচকে হারিয়েছেন ৬-২, ৬-১, ৭-৬ (৭/৪) গেমে। এছাড়া পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ফরাসি তারকা জো-উইলফ্রেড সঙ্গাও। তিনি ৭-৬ (৮/৬), ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ব্রাজিলের বেলুচ্চিকে।
মেয়েদের এককে তৃতীয় বাছাই রুশ তরুণী মারিয়া শারাপোভা ৬-৩, ৪-৬, ১০-৮ গেমের কঠিন জয় পেয়েছেন ইতালিয়ান কারিন ন্যাপের বিপক্ষে। তৃতীয় রাউন্ডে শারাপোভা মুখোমুখি হচ্ছেন ফরাসি মেয়ে অ্যালাইজ কর্নেটের।
কর্নেট দ্বিতীয় রাউন্ডে ইতালির ক্যামিলাকে ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন। মেয়েদের এককে এছাড়াও জয় পেয়েছেন পঞ্চম বাছাই অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা, দশম বছাই ক্যারোলিন উজনিয়াকি এবং সিমোনা হ্যালেপ। পোলিশ তরুণী অ্যাগনিয়েস্কা ৬-০, ৭-৫ গেমে হারিয়েছেন বেলারুশের ওলগাকে। উজনিয়াকি ৬-০, ১-৬, ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহেলকে। তৃতীয় রাউন্ডে অ্যাগনিয়েস্কা মুখোমুখি হচ্ছেন রুশ তরুণী আনাসতাসিয়ার।
দ্বিতীয় রাউন্ডে আনাসতাসিয়া ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন লুঙ্মেবার্গের ম্যানি মিনেলাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।