আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরার শারাপোভা চতুর্থ রাউন্ডে

অস্ট্রেলিয়া ওপেনে টানা ১৩তম বারের মতো চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন সুইস তারকা রজার ফেদেরার। গতকাল তিনি তৃতীয় রাউন্ডে মেলবোর্নের রড লেভার এরিনাতে রাশিয়ার তেমুরাজকে ৬-২, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন। পুরুষ এককে এছাড়াও শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ৬-১, ৬-২, ৬-৩ গেমে ফ্রান্সের মনফিলসকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। জয় পেয়েছেন চতুর্থ বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও। তিনি স্প্যানিশ প্রতিপক্ষ লোপেজকে ৭-৬ (৭/২), ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন।

এছাড়াও পুরুষ এককে জয় পেয়েছেন দশম বাছাই ফরাসি তারকা জো-উলফ্রেড সঙ্গা। চতুর্থ রাউন্ডে রজার ফেদেরারের মুখোমুখি হচ্ছেন সঙ্গা।

মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কা, তৃতীয় বাছাই রুশ কন্যা মারিয়া শারাপোভা এবং পঞ্চম বাছাই পোলিশ তারকা অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা। আজারেঙ্কা অস্ট্রিয়ার মেসবার্গারকে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন তৃতীয় রাউন্ডে। মারিয়া শারাপোভা ফরাসি প্রতিপক্ষ অ্যালাইজ কর্নেটকে ৬-১, ৭-৬ (৮/৬) গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন।

এছাড়া অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা ৫-৭, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার আনাসতাসিয়াকে। মেয়েদের এককে এছাড়াও জয় পেয়েছেন অষ্টম বাছাই সার্বিয়ান তারকা জেলেনা জাঙ্কোভিচ, ১১তম বাছাই রুমানিয়ার সিমোনা হ্যালেপ, ১৩তম বাছাই যুক্তরাষ্ট্রের সোলেইন স্টিফেন এবং স্লোভাক তরুণী ডমিনিকা চিবুলকভা। চতুর্থ রাউন্ডে মারিয়া শারাপোভার মুখোমুখি হচ্ছে চিবুলকভা। এছাড়া সোলেইন স্টিফেন চতুর্থ রাউন্ডে খেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে। মেয়েদের এককে গতকাল দুর্ঘটনার মুখে পড়েছেন ড্যানিশ তরুণী ক্যারোলিন উজনিয়াকি।

মেয়েদের এককে দশম বাছাই এই তারকা ৪-৬, ৭-৫, ৬-৩ গেমে হেরে গেছেন অবাছাই স্প্যানিশ মুগুরুজার কাছে!

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.