জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় শর্তসাপেক্ষে অংশগ্রহণে রাজি হয়েছে সিরিয়ান সরকার।
ফাঁস হয়ে যাওয়া চিঠির বরাত দিয়ে আজ শুক্রবার খবরটি জানিয়েছে আল জাজিরা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠিটি দিয়েছেন। তিনি আশা করছেন তাদের দেয়া শর্ত মেনে আন্তর্জাতিক কূটনীতিকরা আলোচনা করলে তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে। আলোচনা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।
বান কি মুনের আমন্ত্রণের জবাবে মুয়াল্লেম জানান, আমন্ত্রণের কিছু শর্তে তারা রাজি নন। এর কারণ হলো যুদ্ধরতরা সিরিয়ার আইনি ও রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সংঘাতে লিপ্ত।
চিঠিতে তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিয়মানুযায়ী সন্ত্রাসী দলগুলোকে সমর্থন বন্ধ করা এবং রসদ দিয়ে সাহায্য না করার আহ্বান জানান।
এ দিকে বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন জানিয়েছে এই চিঠি আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে। বৃহস্পতিবারে জানায় তারা এই আলোচনায় অংশগ্রহণ করছে না।
এর আগে শান্তি আলোচনায় তাদের অংশ না নেয়ার বিষয়ে হুশিয়ারি জানায় আমেরিকা ও বৃটেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।