আমি নিজেকে আর নিজের ঘরকে ঠিক করবার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত
গন-জাগরন মঞ্চকে প্রথমে সকল আবাল ভোদাইদের মত গন-জাগরনই মনে করেছিলাম। এখন এটি আমার কাছে গন-বুলসিট মঞ্চে পরিনত হয়েছে, কারন অনেকের মতই আমার এখন বুদ্ধি খানিক বেড়েছে!!!
ডাঃ ইমরান এইচ সরকার যে তাঁর ছাওয়াল-পাওয়াল নিয়া শীতকালীন পিকনিক শুরু করেছেন এর অর্থ যোগান কোথা থেকে আসছে তা জানতে মন চায়। বড়ই বেয়াদব মন আমার।
প্রথমে জামতিদের কথাকে কাটার মত মনে হইত, যখন তারা বলত যে এদের কে "র" বা ইন্ডিয়া ফান্ডদিতেসে লোকজনকে সাহাবাগে আনতে, লোকজনের জমায়েত সাহাবাগে রাখতে , বিশ্বাস হইতনা। এখন বুঝতেছিনা!!!! তাই জানতে চাই।
এদের দেখে আমার সব সময়ই মনে হইত এরা ঘরের খেয়ে বনের মোষ তারাচ্ছে , এবং এই মোষ তাড়ানো অনেকের কাছেই যৌক্তিক ছিল বটে, কিন্তু এখন মনে হয় এরা এমন গুপ্ত-ধনের সন্ধান পেয়েছে যার উপর নির্ভর করে মাসের পর মাস কাজ কর্ম না করে "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো" যার এবং একই সাথে ঘর সংসার চালনো যার, আর নতুন নতুন জামা কাপড় স্পেসিয়া্লি নতুন ্নতুন পাঞ্জাবী কেনা যায়
আর যদি তারা গুপ্ত-ধন নাই পেয়ে থাকে তাদের অর্থের উৎস কি তা যদি কেউ জানেন তো আমায় জানান, মন টা বড়ই পিঁড়া দিচ্ছে আমায়, এদের সুখ আমার সহ্য হচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।