আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফজর আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফজর আলী পবা উপজেলার বসন্তপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

রবিবার সকাল ১০টার দিকে পবা উপজেলার তেঘর এলাকায় রাজশাহী-তানোর রোডে এই দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর হোসেন জানান, রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া তানোরগামী একটি যাত্রীবাহী বাস তেঘর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফজর আলীর ওপর এসে পড়লে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি আকবর হোসেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.