একটু থামুন, এখন ডকুমেন্ট স্ক্যান করতে আর বাইরে যেতে কিংবা স্ক্যানার লাগবে না। নিয়ে আসলাম আপনাদের জন্য ডকুমেন্ট স্ক্যান করার দারুণ একটি অ্যাপ্লিকেশান।
ডকুমেন্ট স্ক্যান করতে ডিভাইস হিসেবে সাধারণত 'স্ক্যানার' ব্যবহার করা হয়। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন দিয়েও এ কাজ করা যাবে। এ জন্য ফোনে থাকতে হবে অ্যাপ 'ক্যামস্ক্যানার' ও ক্যামেরা।
মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবি ক্যামস্ক্যানের সাহায্যে স্ক্যান কপিতে রূপান্তরিত হবে।
তোলা ছবির সঙ্গে এভাবে স্ক্যান হওয়া ডকুমেন্টের প্রধান পার্থক্য হচ্ছে এটি স্মার্ট ক্রপিং এবং অটো ইমেজের মান বাড়াবে। স্ক্যান করা ইমেজের টেক্সট ও গ্রাফিক্সের রেজল্যুশনের মানও অনেক বাড়াতে পারবে।
মোবাইলে থাকা হাজারো ডকুমেন্ট থেকে 'ওসিআর'-এর মাধ্যমে পিডিএফ ফাইল থেকে সার্চ করা কিওয়ার্ডের ফলাফলও দেখাতে পারবে এটি। ডকুমেন্টের নাম এডিট, ওয়াটার মার্ক যুক্ত করা ও মোবাইল ফোন থেকেই ডকুমেন্ট সম্পর্কে টিকাও যুক্ত করা যাবে।
ফাইল লক করে রাখা যাবে পাসওয়ার্ড দিয়ে।
ক্যামস্ক্যানারের সাইটে লগ ইন করা থাকলে ফাইলগুলো ক্লাউডেও সংরক্ষিত থাকবে। পরবর্তীকালে এসব ফাইল স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। ক্লাউড সার্ভিস যেমন Box.com, Google Drive, Dropbox-এও কাজ করবে এটি।
তো চলুন দেখে নেওয়া যাক CamScanner - Intelligent Document Management এর Features গুলো।
Review : CamScanner - Intelligent Document Management
আশা করি অ্যাপসটি আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্ত , আগামীতে আসবো নতুন কিছু নিয়ে।
সেই পর্যন্ত ভালো ,থাকুন সুস্থ থাকুন আর আমার ড্রয়েডের সাথে থাকুন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।