আমাদের কথা খুঁজে নিন

   

বিমানে নিরাপত্তার প্রশ্নে নতুন ‘বডি স্ক্যানার’



২০০৯-এর বছরটা ঠিক শেষ হবার আগে একটি মার্কিন বিমান বোমা মেরে উড়িয়ে দেবার ব্যর্থ চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বিমানের নিরাপত্তার প্রশ্নটি আবার নতুন করে দেখা দিয়েছে৷ আর এই প্রেক্ষিতে বহুলভাবে আলোচিত হচ্ছে একটি বিশেষ যন্ত্র৷ যন্ত্রটির নাম ‘বডি স্ক্যানার'৷ অর্থাৎ, এটি হলো একটি বিশেষ জাতের স্ক্যানার, যা দিয়ে যাত্রীদের পুরো দেহ তল্লাশির কাজে ব্যবহৃত হবে৷ যাত্রীর পোশাকের নিচের নগ্ন দেহটি ধরতে সক্ষম এই যন্ত্র৷ রঞ্জন রশ্মি অর্থাৎ এক্স-রে গোটা দেহটাকে স্ক্যান করে৷ দেহের কোথাও বিস্ফোরক লুকোনো থাকলে সে-বিস্ফোরক ফেরত পাঠায় ঐ রশ্মি৷ বড় আকারের ডিটেক্টর ফেরত পাঠানো রশ্মি ধরে ফেলে৷ এবং চিহ্নিত হয়ে যায় গোপন বিস্ফোরক৷ একেবারে কাপড় চোপড় ভেদ করে যায় ঐ রশ্মি৷ আগ্নেয়াস্ত্র থাকলেও তা সহজে চিহ্নিত করতে সক্ষম এই স্ক্যানার৷ নানা ধরণের বডি স্ক্যানার নিয়ে পরীক্ষা নীরিক্ষা হচ্ছে এখন৷ রেডিও ওয়েভ আর ইনফ্রারেড ওয়েভের মাঝামাঝি অবস্থিত মিলিমিটার ওয়েভ বিচ্ছুরিত করে কাজ করে এক জাতের স্ক্যানার৷ মিলিমিটার ওয়েভ পোশাকের মত হালকা আস্তরকে স্বচ্ছ করে তুলতে সক্ষম৷ মানুষের দেহ এবং গোপনে রাখা বিস্ফোরক, অস্ত্র ও অন্যান্য জিনিস প্রতিফলিত হয় তার মাঝ দিয়ে৷ একটা ট্রান্সিভার প্রতিফলিত সিগন্যালগুলো ধরে ফেলে এবং সেগুলো প্রক্রিয়াজাত করার জন্য পাঠিয়ে দেয় কম্পিউটারের কাছে৷ সেখানে স্ক্যান করা ব্যক্তির একটা ত্রিমাত্রিক ছবি তৈরি হয়ে যায়৷ আর এক ধরণের বডি স্ক্যানারকে বলা হয় ব্যাক স্ক্যাটার এক্স-রে৷ এই স্ক্যানার কাজ করে হাই এনার্জি রশ্মির বিচ্ছুরণ ঘটিয়ে৷ এই রশ্মি বস্তুর সংস্পর্শে এসে ছড়িয়ে পড়ে৷ মেডিকেল এক্স-রে'র মত বস্তুর ভিতরে ঢুকে পড়ে না৷ যন্ত্র এই ছড়িয়ে পড়া এক্স-রে শনাক্ত করে এবং সেই সব জিনিসের ছবি সে তৈরি করতে সক্ষম যেগুলোর অ্যাটমিক সংখ্যা কম৷ প্লাস্টিক অস্ত্র, বিস্ফোরক এই নিচু অ্যাটমিক সংখ্যার মধ্যে পড়ে৷ ব্যাকস্ক্যাট ব্যবস্থায় ধাতব অস্ত্র অথবা বোমা ফাটানোর ডিভাইস শনাক্ত করাও সম্ভব৷ এ ধরণের বস্তু কোন রকমের ব্যাকস্ক্যাটার প্রতিক্রিয়া তৈরি করে না৷ স্ক্যান হওয়া জায়গার যেখানে এই প্রতিক্রিয়া দেখা দেয় না সেখানেও ঐ গোপন বিপজ্জনক বস্তুগুলো স্ক্যানার চিনে নিতে সক্ষম৷ প্রতিবেদক : আব্দুল্লাহ আল-ফারূক সম্পাদনা : দেবারতি গুহ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.