ব্লুমবার্গের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, গ্যালাক্সি এসফাইভে ওই প্রযুক্তি ব্যবহার করা হলে আইরিস বা কথ্য ভাষায় যাকে চোখের মণি বলা হয়, সেটি স্ক্যান করে প্রত্যেক ব্যবহারকারীকে আলাদাভাবে শনাক্ত করা যাবে।
ইয়ং হি জানিয়েছেন ওই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে চলছে গবেষণা। স্মার্টফোনে আই-স্ক্যানার যুক্ত হলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো তথ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছে ম্যাশএবল।
স্যামসাং চলতি বছরের এপ্রিলে গ্যালাক্সি এসফাইভ অবমুক্ত করতে পারে বলে জানা গেছে। এদিকে অপর মার্কেট লিডার টেক জায়ান্ট অ্যাপল গতবছর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত আইফোন ফাইভএস বাজারে এনেছে।
উল্লেখ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতোই আই-স্ক্যানার প্রতিটি মানুষকে আলাদাভাবে শনাক্ত করার প্রযুক্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।