নগরীর খটখটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফরিদুল হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে এলাকাবাসী গতকাল দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে। একই দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও কাঁচারীবাজারে সমাবেশ করেছে। সমাবেশে এলাকাবাসীর দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
গত বছরের ২৩ ডিসেম্বর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় মসজিদের ইমাম মজিবর রহমানের ছেলে ফরিদুল হাসান নিহত হয়। এ ঘটনায় নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে ৯ জনের নামে কোতোয়ালি থানায় হত্যা মামলা করে। ২৭ দিনেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এলাকার শত শত নারী-পুরুষ ও খটখটিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। দ্রুত আসামিদের গ্রেফতার দাবিতে তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশন মেয়রের কাছে পৃথক স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আসামিদের পক্ষ নিয়ে কোতোয়ালি থানায় তদবির করছেন। ফলে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। উল্টো আসামিরা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এ অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।