১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালে সংঘটিত সহিংস ঘটনায় চট্টগ্রামে ৭ মামলায় ১৫শ' জনকে আসামি করা হয়েছে এবং বরিশালে বিএনপি ছাত্রদল ও শিবিরের ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর_
চট্টগ্রাম : হরতালে সহিংস ঘটনায় চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে। একই ঘটনায় আরও মামলা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। সাতকানিয়ায় রোববার গভীর রাতের সহিংস ঘটনার মামলায় অজ্ঞাতনামা দেড়শ' জনকে আসামি করা হয়েছে। নাজিরহাটে সংঘাতের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনশ' জনকে আসামি করে একটি, বোয়ালখালী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ তিনশ' জনকে আসামি করে একটি মামলা হয়েছে। নগরীর হালিশহর বড়পোল এলাকার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ দেড়শ' জনকে আসামি করে, নগরীর বহদ্দারহাটের ঘটনায় অজ্ঞাতনামা চারশ' জনকে আসামি করে, নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ঘটনায় অজ্ঞাতনামা অনেককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল : হরতাল চলাকালে বরিশালে বাসে আগুন এবং বিক্ষোভ মিছিলে পিকেটিং ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি, ছাত্রদল ও শিবিরের ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় ওই মামলা দুটি দায়ের করা হয়েছে। বাস মালিক সমিতি সম্পাদকের মামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুন মোল্লা ও মহানগর বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ ১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে। এসআই মজিবুর রহমানের দায়ের করা মামলায় মহানগর ছাত্রশিবির সভাপতি আবদুল্লাহ-আল নাহিয়ানসহ ৩৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।